শনিবারও এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখনও শ্বাসকষ্ট রয়েছে। শারীরিক অবস্থা আগের তুলনায় সামান্য উন্নতি হলেও এখনও তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। সঙ্গে রয়েছে কোমরে সমস্যা। যার জন্য প্রয়োজন এমআরআই। কিন্তু তাঁর শারিরিক অবস্থা স্থিতিশীল না থাকার কারণে তা সম্ভব হচ্ছে না। চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন আট সদস্যের মেডিকেল বোর্ড আপাতত এমআরআই ছাড়া বিকল্প কোনও পদ্ধতিতে চিকিৎসা করা যায় কি না তা চিন্তা ভাবনা করছে।
বেশ কয়েকটি জটিল সমস্যায় দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকায় অনুব্রত মণ্ডলের চিকিৎসার ক্ষেত্রে নিরন্তর পর্যবেক্ষণ চলছে। অনুব্রতর সিটিস্ক্যান করার প্রয়োজন রয়েছে। যা সোমবার করা হবে বলে জানা গিয়েছে। হাসপাতাল সুত্রে খুবর, আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলের আবারও সব টেস্ট করানো হবে। যে সমস্ত রিপোর্ট দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর শরীরে কোনও অস্ত্রপচারের প্রয়োজন রয়েছে কি না।
পঞ্চমবারের জন্য অনুব্রতকে সিবিআই দফতরে তলব করা হয়েছিল। কিন্তু পঞ্চম বারও তলব এড়িয়ে যান অনুব্রত। সিবিআই দফতরে যাওয়ার পথেই আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর। রুট বদল করে পৌঁছন এসএসকেএম হাসপাতালে। সঙ্গে সঙ্গে মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র ঘোষ ও চেস্ট বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুণ্ডু তাঁকে দেখতে উডবার্ন ব্লকে আসেন। তারপর থেকে এসএসকেএমের ২১১ নম্বর কেবিনেই রয়েছেন অনুব্রত।
Be the first to comment