ইউক্রেন-পাক-শ্রীলঙ্কা পরিস্থিতির মাঝেই বৈঠকে বসতে চলেছেন মোদি-বাইডেন

Spread the love

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই বৈঠক বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  আগামী কাল সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন এই দুই প্রধান। সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে এই দুই নেতার বৈঠক কূটনৈনিতক ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে।  নয়াদিল্লির খবর, কালকের বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক নতুন খাতে মোড় নিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে দিল্লি কঠোর পদক্ষেপ করছে না কেন, কোনও নিষেধাজ্ঞা জারি করছে না কেন, সেই প্রশ্ন বার বার তুলেছে ওয়াশিংটন। এমনকি, রাশিয়ার বিরুদ্ধে কঠোর না হলে দিল্লিকে ফল ভুগতে হবে বলেও হুঙ্কার দিতে শোনা গিয়েছিল বাইডেন সরকার। সেই পরিস্থিতিতে বাইডেন-মোদি কথা নতুন মাত্রা যোগ করতে চলেছে। এ ছাড়াও শনিবার পাকিস্তানে গদিচ্যুত হয়েছেন ইমরান। শ্রীলঙ্কাতেও প্রবল অর্থনৈতিক সঙ্কটের জেরে চাপ বাড়ছে সরকারের উপর। এই প্রেক্ষাপটে আগামী দিনে দুই দেশের অবস্থান কী হবে তা নিয়েও কথা হতে পারে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা হবে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে। এ ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি-সহ গোটা বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন তাঁরা।   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*