দেওঘরে রোপওয়ে দুর্ঘটনা, মৃত ২ আহত অনেকে

Spread the love

দেওঘরের ত্রিকূট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা। তার জেরে দুই মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে।

রবিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটেছে। তারপর থেকে সোমবার বেলা পর্যন্ত ৪৮ জন ওই রোপওয়েতে ঝুলছেন। দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয়েছে প্রশাসন। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। তলব করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। পাশাপাশি নামানো হয়েছে সেনা এবং আধাসেনাকেও।

উদ্ধারকাজে নেমেছে বায়ুসেনার দু’টি কপ্টার।
দেওঘরে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য ওই রোপওয়ে ব্যবহার করা হয়। পর্যটকদের কাছে এই রোপওয়ে যাত্রা বেশ জনপ্রিয়ও। প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে, রবিবার বিকেলে ত্রিকূট পাহাড়ের ওই রোপওয়ের দু’টি ট্রলিতে সংঘর্ষ ঘটে। তার জেরে দুই পর্যটকের মৃত্যু হয়। এবং ১২টি ট্রলিতে আটকে পড়েন মোট ৪৮ জন পর্যটক। তাঁরা রাতভর ওই রোপওয়েতে ঝুলছেন। উদ্ধারকাজে নামানো হয়েছে বায়ুসেনার কপ্টার। তবে প্রবল হাওয়ার জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আপাতত বন্ধ রয়েছে রোপওয়ে পরিষেবা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*