মিলনমেলা গ্রাউন্ডের নাম হল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, জানালেন মমতা

Spread the love

নবরূপে সজ্জিত মিলনমেলা গ্রাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলনমেলার মেকওভারে খরচ হয়েছে সাড়ে ৩০০ কোটি টাকা। সোমবার তা উদ্বোধন করে মমতা বলেন, মিলনমেলা গ্রাউন্ডের নাম বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ করা হল। অমিত মিত্র আজকের অনুষ্ঠানে নেই। অমিতদা আর আমার পরিকল্পনায় ২০১৮ সালে এই কাজ শুরু হয়। কোভিডের জন্য চালু হতে কিছুটা সময় লাগল।

মমতা বলেন, বাংলার মুকুটে একটা নতুন পালক যোগ হল। নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার ছিলই। মিলনমেলার নাম করা হল বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ। যে কোনও প্রদর্শনী, সম্মেলনের কাজে এই প্রাঙ্গণ ব্যবহার করা যাবে। সমস্ত অত্যাধুনিক সুযোগসুবিধে রয়েছে। ২ লক্ষ বর্গমিটার জায়গা রয়েছে। প্রায় ৩ লক্ষ মানুষ উপস্থিত থাকতে পারবেন। সায়েন্স সিটির দিকের গেটের সামনেই রয়েছে ৩টি ফুড কোর্ট।

২০১৮ সালে মিলনমেলা প্রাঙ্গণের আধুনিকীকরণের কাজ শুরু করে রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের অধীনস্থ ওয়েস্টবেঙ্গল ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। মোট ২২ একর জমিতে ২টি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। নতুনভাবে তৈরি মিলন মেলা প্রাঙ্গণে থাকছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। তৈরি হয়েছে এক লক্ষ বর্গফুটের দু’টি আলাদা অডিটোরিয়াম, মাল্টি গাড়ি পার্কিং ব্যবস্থা। সেখানে প্রায় ১২০০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে।

এছাড়াও থাকছে ইস্পাতের বিশ্ব বাংলা স্ট্যান্ড। যার উচ্চতা ৬০ ফুট। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব। এছাড়াও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে থাকছে নানান ধরনের লাইট ও সাউন্ড। নতুনভাবে মিলন মেলা প্রাঙ্গণ গড়ে তুলতে খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। মিলনমেলার দক্ষিণ ও পূর্ব দিকে মূল দুটি গেট রয়েছে। সায়েন্স সিটির গেটের দিকে তৈরি করা হয়েছে বিশ্ব বাংলা টাওয়ার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*