মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান মামলা স্পিকারকে ফেরত পাঠাল হাইকোর্ট

Spread the love

মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান সংক্রান্ত মামলা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত পাঠাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । প্রধান বিচারপতি নির্দেশে বলেছেন, এই মামলায় যে নথিপত্র দেওয়া হয়েছে, মামলা বিচার করার পক্ষে তা যথেষ্ট নয় । সেই কারণে স্পিকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

নির্দেশের ব্যাপারে মামলাকারী অম্বিকা রায় ও শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যে যোগদান সংক্রান্ত সাংবাদিক বৈঠক হয়েছিল, তার ফুটেজের প্রেক্ষিতেই স্পিকার যেন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, আদালত নির্দেশে তা জানিয়েছে । আদালতের মনে হয়েছে এই মামলায় বিচারপর্ব সারার জন্য যে নথিপত্র প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি ৷ সেই কারণে হাইকোর্টের পক্ষে এই মামলার বিচার করা সম্ভব নয় ।”

এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সংক্রান্ত এক মামলার নির্দেশে জানায়, বিধানসভার স্পিকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিষয়টি বিধানসভায় শুনানির পর জানিয়ে দেন যে, মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক, তিনি বিজেপিতে রয়েছেন । ফলে বিরোধী দলের সদস্য হিসেবে তিনি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে থাকলে তাতে কোনও সমস্যা নেই ।

স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায় । কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা হাইকোর্টে বিচার করার নির্দেশ দিয়ে ফেরত পাঠায় । এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দীর্ঘদিন শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল এই মামলার ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*