মাটিয়া-সহ চার ধর্ষণ মামলায় তদন্তে দময়ন্তী, নির্দেশ হাইকোর্টের

Spread the love

মাটিয়া-সহ চার জায়গায় ধর্ষণ সংক্রান্ত মামলায় সিট গঠন করতে উদ্যোগী হাইকোর্ট। আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে হবে তদন্ত।  তবে আইপিএস তদন্ত করতে পারবেন  কি না তা জানাতে হবে আদালতকে,  জানাতে হবে এক সপ্তাহের মধ্যে। মাটিয়া ছাড়াও ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী- ধর্ষণ মামলার তদন্তে নেতৃত্বে থাকবেন দময়ন্তী।

আদালত জানিয়েছেন,  রাজ্য এ বিষয়ে কথা বলবে দময়ন্তী সেনের সঙ্গে।  মঙ্গলবার এই নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি ।  পাশাপাশি রাজ্য এত দিন কী তদন্ত করল তার রিপোর্ট জমা দেবে আদালতে।

গত ২৩ মার্চ মাটিয়ায় এক কিশোরীকে ধর্ষণ করে এক যুবক। এই ঘটনায় নাম জড়ায় মেয়েটির সম্পর্কিত এক পিসির। এরপরই ধর্ষণের মূল মাস্টারমাইন্ড অর্থাৎ নির্যাতিতার পিসি রোজিনা বিবিকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিস। ঘটনাস্থল পরিদর্শনে যান জেলার এসপি, বাদুড়িয়ার এসডিপিও ও মাটিয়া থানার ওসি-সহ একাধিক পুলিস আধিকারিক।

এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে বিরোধী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। এলাকায় তিন দলই বিক্ষোভ দেখায়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, মাটিয়ায় এবং আরজিকর হাসপাতালে মেয়েটির পরিবারের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিস। তিনি এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়া কাণ্ডেরও তুলনা টেনে আনেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*