পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার উপর স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

Spread the love

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকাবে বলে জানিয়েছে বেঞ্চ। এসএসসির সমস্ত মামলার উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। পরবর্তী শুনানি বুধবার।

নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচার কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের মামলাগুলির শুনানি চলে। বেঞ্চ সোমবারই জানিয়েছিল, তারা এই মামলার দ্রুত নিষ্পত্তি চায়। তাই মঙ্গলবার সাড়ে ১০টায় সব মামলার শুনানি হবে।

এদিন বেঞ্চ জানায়, সারাদিন ধরে মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে। ইতিমধ্যে একক বেঞ্চ মন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ মনে করে একই বিষয়ে একক বেঞ্চ কখনও নির্দেশ জারি করতে পারে না। এরপরই বেঞ্চ সিবিআই হাজিরা সংক্রান্ত সমস্ত নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারি করে। বলা হয়, বুধবার পর্যন্ত এসএসসির সমস্ত মামলার উপরই ওই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল থাকবে। স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত সমস্ত বিষয়ে সিবিআইকে বিরত থাকতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*