মেয়েরা ধর্ষিতা হচ্ছে, আর অভিষেক ফুটবল খেলছেন ; কটাক্ষ লকেটের

Spread the love

লকেটের নিশানায় অভিষেক ৷ পশ্চিমবঙ্গে একাধিক ধর্ষণের ঘটনা ও অভিষেকের ফুটবল ক্লাবের প্রসঙ্গ টেনে সমালোচনা করলেন লকেট চট্টোপাধ্যায় ৷ বললেন, ‘‘আমার তো খারাপ লাগছে যে বাংলায় একের পর এক মেয়েরা ধর্ষিতা হচ্ছে ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবল খেলছেন ৷ মেয়েদেরকেও ফুটবলের মতো ভেবেছেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার বাংলা নতুন বছরের প্রথম দিন আত্মপ্রকাশ করল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব ৷ যার নাম ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব ৷ এদিন বারপুজোয় অংশ নেন অভিষেক ৷ পরে ক্লাবের লোগো ও জার্সির উদ্বোধন করেন ৷

সেই নিয়েই কটাক্ষ করেছেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় ৷ কটাক্ষ করতে গিয়েই তিনি বলেছেন, ‘আমার তো খারাপ লাগছে যে বাংলায় একের পর এক মেয়েরা ধর্ষিতা হচ্ছে ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবল খেলছেন ৷ মেয়েদেরকেও ফুটবলের মতো ভেবেছেন ৷’’

একই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘আজ বাংলার কী অবস্থা ? তাঁর দেখা উচিত ছিল যে বাংলার মেয়েরা কীভাবে সুরক্ষিত থাকে ৷ উনি মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য, ওঁর উচিত ছিল ফুটবল ছেড়ে ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের ব্যবস্থা করা ৷’’

প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালি থেকে রাজ্যের বিভিন্ন অংশে গত কয়েকদিনে একাধিক ধর্ষণের অভিযোগ সামনে এসেছে ৷ সেই নিয়ে বিরোধীরা কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে ৷ এদিন লকেটও ওই ঘটনাগুলি নিয়ে সমালোচনা করেন ৷

গলির সাংসদের বক্তব্য, ‘‘লজ্জা। হাঁসখালির পরও এগুলো হচ্ছে। পিছনে বড় মদত আছে। তৃণমূলের সমর্থন না থাকলে হয় নাকি। কোন রাজ্যে বাস করছি আমরা?’’ এদিকে জলপাইগুড়িতে ধর্ষণের হুমকি, আত্মহত্যার চেষ্টা ও গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এসব গ্রেফতারি আইওয়াশ। তৃণমূলের মদত থাকলে কারও কিছু হবে না, সবাই জানে।’’

অন্যদিকে সিবিআইতে ভরসা নেই বিজেপির, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী শশী পাঁজার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘‘সারা দেশের জানা উচিত। তাই তথ্যানুসন্ধান কমিট। বগটুই, হাঁসখালি হলে কমিটি হবেই । শশী পাঁজার মেয়ে আছে । মা উনি। উনিও বোঝেন। যা হচ্ছে ঠিকই হচ্ছে ৷

এছাড়া বিজেপির তরফে আড়ম্বরের সঙ্গে বর্ষবরণ নিয়ে লকেটের মত, ‘‘পার্টি বড় হয়েছে। মানুষ দেখছে । খুব সুন্দর অনুষ্ঠান । আমরা করছি, এটা ভাল উদ্যোগ ।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*