ভারতের নয়া সেনাপ্রধান হলেন মনোজ পাণ্ডে

Spread the love

ভারতের নয়া সেনাপ্রধানের পদে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সোমবারই তাঁকে এই পদে নিযুক্ত করা হয়। এতদিন সহকারী সেনাপ্রধান হিসেবে কর্মরত ছিলেন তিনি। সেনাপ্রধান মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

সোমবার ইন্ডিয়ান আর্মির টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে জানান হয়, সেনাপ্রধান জেনারেল নারাভানে এবং ভারতীয় সেনার তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের ২৯তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পাওয়ার জন্য অভিনন্দন। পয়লা মে থেকে মনোজ পাণ্ডে দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। তিনি জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলেছেন। সামলেছেন আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফের পদও। সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি মাসেই অবসর নেবেন জেনারেল মনোজ মুকুন্দ। সেনাপ্রধান হিসেবে তাঁর ২৮ মাসের জার্নি ৩০ এপ্রিলে শেষ হবে। এরপরেই তাঁর পদে নিযুক্ত হবেন মনোজ পাণ্ডে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*