বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন হল। সকাল সোয়া ১১টা নাগাদ পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন তিনি। একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান।’ ফলে বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরুতে বক্তব্য রাখেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বাংলার শিল্প-সম্ভাবনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাংলা যা আজ ভাবে, কাল তা গোটা দেশ ভাবে’।
এছাড়াও নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৪ সালে লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি চান, সকলের সুরক্ষা, সকলের উন্নতি।” ধনকড় বলেন, ‘ সেই পথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে চলেছে’। সেই সঙ্গে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের’।
Be the first to comment