বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে শিল্পপতিদের যাতে বিরক্ত করা না হয়, সে বার্তা জানালেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনকড়কে এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে তদ্বির করার আরজিও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই বক্তব্যের সমালোচনায় সরব বিরোধীরা।
বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আগামী বুধবার পর্যন্ত চলবে সম্মেলন। দেশ-বিদেশের শিল্পপতিরা অংশ নিয়েছেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। সবশেষে তিনি কেন্দ্রীয় সরকারকে কার্যত খোঁচা দেন। ফের কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিল্পপতিরা মুখ খুলতে পারেন না। আমরা কেন্দ্রের থেকে সমস্ত সাহায্য চাই। শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়। রাজ্যপালকে কেন্দ্রকে সেকথা জানানোর আবেদন জানাই।” এরপর হাসি মুখে মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রশাসনিক প্রধানের মন্তব্য শুনে হেসে ফেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির ১৯টি দেশের ২৫০ জন প্রতিনিধি। মোট ৪২টি দেশ অংশ নিয়েছে এই সম্মেলনে। এহেন মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর একথা বলা উচিত নয় বলেই দাবি বিরোধীদের। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীকে এই দায়িত্ব কে দিল? শিল্পপতিদের সামনে রেখে অন্য কেউ লাভবান হবে মনে করলে কেন্দ্রীয় এজেন্সি তো ব্যবস্থা নেবেই।” এই মঞ্চে একথা বলা উচিত হয়নি বলেই মত সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এই মন্তব্যে বিরোধিতা করতে গিয়ে রাজ্যে বিনিয়োগের পরিবেশ নেই বলে খোঁচা দিয়েছেন।
Be the first to comment