সাইবার নিরাপত্তা সহ ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চুক্তি স্বাক্ষর করল ভারত ও ইজরায়েল। সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর, দুই দেশের মধ্যে মোট ৯টি চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে মোদী জানান, কৃষি থেকে শুরু করে প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে একাধিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি স্বাক্ষরিত হয়েছে জ্বালানি, সিনেমা ও বিমান চলাচল নিয়ে। পাশাপাশি, ইজরায়েলের প্রতিরক্ষা সংস্থাগুলিকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী।
Be the first to comment