ফের গুলি চললো দিল্লির রোহিণী আদালতে

Spread the love

ফের গুলি চলল দিল্লির রোহিণী আদালত চত্বরে ৷ শুক্রবার সকালে দুই আইনজীবীর মক্কেলের মধ্যে হাতাহাতি বেঁধে যাওয়ায় নাগাল্যান্ড পুলিশের এক কর্মীর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত প্রাঙ্গণে ৷ যদিও কোনও হতাহতের খবর নেই ৷

শীর্ষ এক পুলিশকর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে রোহিণী আদালত প্রাঙ্গণে দুজন আইনজীবীর মক্কেলদের মধ্যে বাদানুবাদ বাঁধে ৷ ক্রমেই তা হাতাহাতি থেকে সংঘর্ষের চেহারা নেয় ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে যান আদালত চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা নাগাল্যান্ড পুলিশের এক কর্মী ৷ সেই সময়ই তাঁর সার্ভিস রিভলভার থেকে একটি গুলি চলে ৷ যদিও বুলেটটি গিয়ে ভূমিতে আঘাত করে ৷ তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ তবে আদালত চত্বরে গুলি চলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সবার মধ্যে ৷ অনেকেই ছুটোছুটি শুরু করে দেন ৷ পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাবশত গুলিটি চলেছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে ৷

গত এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার গুলি চলল রোহিণী আদালত চত্বরে ৷ এর আগে, গত বছর ২৪ সেপ্টেম্বর একটি কম তীব্রতার বিস্ফোরণের পাশাপাশি গুলিও চলে আদালত প্রাঙ্গণে ৷ দিল্লি পুলিশের হেফাজতে থাকা গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে আদালতে তোলার সময় একদল দুষ্কৃতী গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশও ৷ সেই ঘটনায় গোগি-সহ তিনজনের মৃত্যু হয় ৷ দিনের আলোয় এমন ঘটনা ঘটানোর পর মূল অভিযুক্ত রাকেশ তাজপুরিয়া পালিয়ে বেড়াচ্ছিল ৷ চলতি বছরের ১১ জানুয়ারি উত্তর দিল্লির নারেলা ইন্ডাস্ট্রিয়াল এলাকার কাছ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*