রাজধানীতে একই মঞ্চে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩০ এপ্রিল একই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেবেন। থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানাও।
সাম্প্রতিক সময়ে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। রাজ্যের প্রাপ্য টাকা দেওয়ায় বঞ্চনার অভিযোগ থেকে শুরু করে একাধিক ইস্যুতে সাম্প্রতিক সময়ে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল ও সরকারের বিভিন্ন নেতা-মন্ত্রীকে। পরিস্থিতি এতটাই গুরুতর যে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে সদ্যসমাপ্ত বিশ্ববাণিজ্য সম্মেলনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এলেও, অনুপস্থিত থেকেছেন নমো। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং দেশের প্রশাসনিক প্রধানের মুখোমুখি হওয়ার বিষয়টি বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।
এই অবস্থায় নবান্নের তরফে খবর, ২৯ তারিখের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর মানেই ব্যস্ততায় ভরা। দিল্লি গেলে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গেও দেখা করেন। সে ক্ষেত্রে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এবারও সে রকম বৈঠক করবেন কি না, সে বিষয়ে নবান্নের তরফে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে তাঁর দিল্লি যাওয়ার বিষয়টির নিশ্চিত খবর মিলেছে। যেহেতু একটি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে, তাই সেখানে রাজ্যের জিএসটি বাবদ পাওনা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দাবি-দাওয়ার সুযোগ থাকবে কি না সেই সন্দেহ রয়েছে।
Be the first to comment