চতুর্থ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, লক্ষীনারায়ন মিত্তল এবং সজ্জন জিন্দালের মতো হেভিওয়েট শিল্পপতিরা।
শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলাকে একপ্রকার সমর্থন করলেন শিল্পপতি মুকশ আম্বানি। এদিন বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি বললেন, পশ্চিমবঙ্গে আছে শিল্পে অনুকুল শান্তির পরিবেশ। পশ্চিমবঙ্গ দেশের অন্যতম এগিয়ে যাওয়া রাজ্য। তাদের রিল্যায়েন্স প্রোডাক্ট জিও বাংলার সমস্ত পাইকারী ও খুচরো দোকানে পাওয়া যাবে বলে ঘোষণা করেন তিনি। ক্রমশ উন্নত ভারসানও চাহিদা অনুসারে বিতরণ করা হবে। তবে মুকেশের বক্তব্যে প্রথম এবং শেষ দুটোতেই ছিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা। তিনি বলেন, বাংলাই হবে সেরা বাংলা।
মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে মিত্তল বলেন, সারা দেশের সঙ্গে তুলনা করে বাংলার অর্থনৈতিক বিকাশ গত তিন বছরে অনেক বেশি হয়েছে। সরকারি সব ক্ষেত্রেই ডিজিটাল পরিষেবা ব্যবহার করে উন্নয়ন ও দুর্নীতিকে কমাতে পেরেছে বাংলা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। লক্ষীনারায়ণ মিত্তল বলেন, রাজ্যের শিল্প ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীর হাতে।
গতকালই শালবনিতে জিন্দালদের কারখানার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথার উল্লেখ করে সজ্জন জিন্দাল বললেন, শালবনির এই সিমেন্ট কারখানা একটা ছোট বিনিয়োগ, বাংলায় আরও বড় বিনিয়োগ অপেক্ষা করছে ভবিষ্যতে। প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন তিনি। স্টিল, সিমেন্ট, বিদ্যুৎ প্রভৃতি ক্ষেত্রেই মুলত বিনিয়োগ হবে। জিন্দাল বলেন, JSW ভারতের সব রাজ্যেই বিনিয়োগ করেছে কিন্তু বাংলা একটি ব্যতক্রমি রাজ্য কারণ এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে শিল্প-বান্ধব পরিবেশ তৈরী হয়েছে। তিনি অনূর্দ্ধ-১৭ এর মত বিশ্বকাপও রাজ্যে দেখতে চাওয়ার আশা প্রকাশ করেন।
ছবি- শুভেন্দু দাস
Be the first to comment