যাদবপুরে বিজেপির মন্ত্রী বাবুলকে উদ্ধার করতে এসেছিলেন। এবার তৃণমূলের জয়ী বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথে তিনিই কার্যত ‘বাধা’ হয়ে দাঁড়ালেন। বাবুলের শপথ গ্রহণ ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন জটিলতা। শাসকদলের অভিযোগ, এর মূলে রয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যের বর্তমান রাজ্যপালের আমলে যেকোন শপথগ্রহণ ঘিরেই বিতর্ক যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না।
সদ্যসমাপ্ত বালিগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের পর জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র শপথের জন্য ফাইল তৈরি করে রাজভবনে পাঠানো হয়। বিধানসভা থেকে রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হয়, যাতে শপথগ্রহণ অনুষ্ঠান বিধানসভা থেকেই করা যেতে পারে। সেক্ষেত্রে অধ্যক্ষ যাতে তাঁকে শপথবাক্য পাঠ করতে পারেন। কিন্তু এই চিঠি হাতে পেয়ে বেঁকে বসেন রাজ্যপাল। বিধানসভাকে বেশ কিছু ‘শর্ত’ চাপিয়ে শপথগ্রহণ সংক্রান্ত ফাইলটি বিধানসভায় ফেরত পাঠিয়ে দিয়েছেন তিনি।
কী তাঁর শর্ত ? জগদীপ ধনকর জানিয়েছেন, এতদিন তিনি বিধানসভা সংক্রান্ত যা যা প্রশ্ন তুলেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে তবেই ফাইলে সই করবেন। এর জন্য ব্যাখ্যা দিতে বিধানসভার সচিবকে রাজভবনে ডেকেও পাঠিয়েছেন রাজ্যপাল।
Be the first to comment