অনুব্রত মণ্ডলকে কী ভাবে জেরা করা হবে? নিজাম প্যালেসে যেতেই হবে, নাকি চিনার পার্কে তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরো বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে সিবিআই ৷ দিল্লির কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফায় আলোচনাও সেরা ফেলেছেন তদন্তকারী অফিসাররা ৷
মঙ্গলবারই তদন্তর স্বার্থে সিবিআই কেষ্ট মণ্ডলের প্যান-আধার কার্ড, ভোটার কার্ডের নথি সংগ্রহ করেছে ৷ তদন্তের স্বার্থেই এই নথি সংগ্রহ করা হচ্ছে বলে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে ৷ কয়লা-গরু পাচার মামলার তদন্তে ছয় বার অনুব্রতকে তলব করেছে সিবিআই ৷ কিন্তু, প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি ৷ শেষে গত সপ্তাহে অনুব্রত চিঠি দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৷ অনুরোধ করেন, প্রয়োজনে চিনার পার্কে তাঁর বাড়িতে গিয়ে জেরা করতে পারে বলেও সিবিআইকে পাঠানো চিঠিতে উল্লেখ করেন কেষ্ট ৷
২২ এপ্রিল এসএসকেএম থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। পরের দিন ২৩ এপ্রিল সিবিআই তাঁকে সমন করে। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ই-মেল করেন অনুব্রত । পর পর ছ’বার সিবিআই হাজিরা এড়ান তিনি। এর পরের দিন অর্থাৎ ২৪ এপ্রিল ফের ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল কংগ্রেস নেতাকে ডেকে পাঠায় সিবিআই। এ বার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেদিনও শারীরিক কারণ দেখিয়ে আইনজীবী মারফত সিবিআইকে চিঠি পাঠান অনুব্রত।
Be the first to comment