এখনই স্কুলে গরমের ছুটি নয়, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Spread the love

দক্ষিণবঙ্গ এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে এক পশলা বৃষ্টির দিকে ৷ প্রখর রোদ ও তীব্র গরমে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকরাও চাইছেন স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হোক ৷ কিন্তু এখনই স্কুলে পড়ছে না গরমের ছুটি স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া ও রাজ্যে সামগ্রিক তাপপ্রবাহের চিত্র দেখেই গরমের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী । মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি রোজ যোগাযোগ রাখছেন এবিষয়ে ৷ বিকাশ ভবনে তীব্র গরম ও তাপপ্রবাহের জন্য স্কুল ছুটি দেওয়া হবে কি না, তা নিয়ে জরুরি বৈঠকের শেষে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

যেভাবে গরম বাড়ছে এবং দেখা নেই বৃষ্টির, তার মধ্যে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্য শিক্ষা দফতর । তাই সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেই তড়িঘড়ি একটি বিশেষ বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আপাতত এগোচ্ছে না গরমের ছুটি৷ তবে পরিস্থিতি পর্যালোচনা করতে তড়িঘড়ি এই বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী ৷

ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক-সহ শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরা ৷ আগামী সপ্তাহে রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য শিক্ষা দফতর ছুটির বিষয়ে। ইতিমধ্যেই কচিকাঁচা ও বাকি পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিক্ষা দফতরের থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বেলার বা দুপুরের স্কুলগুলির ক্লাস সকালে করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যেসব কেন্দ্রে পরীক্ষা চলছে সেই স্কুলগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*