নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিসিসিআই প্রেসিডেন্ট। ঠিক কী কারণে বৈঠক, তা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে ইডেনে আইপিএলের প্লে-অফ ম্যাচে দর্শক প্রবেশের বিষয়ে আলোচনা হতে পারে।
দু’বছরের হা হুতাশ মিটিয়ে চলতি আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। তাও কোনও আতিপাতি ম্যাচ নয়, একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। ইতিমধ্যেই তা নিশ্চিত করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সূত্রের খবর, ২৪ ও ২৬ মে প্লে-অফ দুটি হবে কলকাতায়। এর মধ্যে একটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে।
বোর্ডের তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে এই প্লে-অফের ম্যাচগুলিতে মাঠে ১০০ শতাংশ দর্শক উপস্থিত থাকবেন। সেই নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সৌরভের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আসলে করোনা পরবর্তী সময়ে এর আগে ইডেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে খেলা এখনও হয়নি। রাজ্য সরকার অনেক আগেই প্রেক্ষাগৃহগুলিতে দর্শক প্রবেশে ছাড় দিয়ে দিলেও ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১০০ শতাংশ দর্শক মাঠে ছিল না।
তবে, সৌরভ এবং মমতার সাক্ষাতে শুধু আইপিএল নিয়েই আলোচনা হবে তেমনটা নাও হতে পারে। রাজ্যে ইডেনের বিকল্প ক্রিকেট স্টেডিয়াম তৈরি নিয়েও বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। কথা হতে পারে ইস্টবেঙ্গলের স্পনসর ইস্যু নিয়েও। এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকাকালীনও ইস্টবেঙ্গলকে আইএসলে খেলাতে সাহায্য করেছিলেন সৌরভ। এই মুহূর্তে ফের ইনভেস্টরহীন ইস্টবেঙ্গল। আবারও লাল-হলুদের পাশে দাঁড়াতে পারেন সৌরভ। সেসব নিয়ে আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে।
Be the first to comment