নতুন করে আইনি জটে অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি হয়ে লালবাতি লাগানো গাড়ি কেন চড়েন অনুব্রত? এই প্রশ্ন তুলে এবার কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি বলেই খবর।
জানা গিয়েছে, বরাবরই লালবাতি লাগানো গাড়িতে ঘোরেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। চলতি মাসের শুরুতে সিবিআই তলবে সাড়া দিতে যখন কলকাতা এসেছিলেন কেষ্ট, তখনও সেই গাড়িতেই এসেছিলেন। পরের দিন হাসপাতালেও গিয়েছিলেন লালবাতি লাগানো গাড়িতে। সেই সময়ই শুরু হয়েছিল, নানারকম আলোচনা। প্রশ্ন উঠছিল, আদৌ অনুব্রত মণ্ডল কি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন? এবার সেই লালবাতির জন্যই আইনি জটে অনুব্রত।
শুক্রবার অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি লাগানো নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি। একজন জেলা সভাপতি কীভাবে লালবাতি লাগানো গাড়ি চড়ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।
উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেউই ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি পান না। মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও নন। অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কীভাবে অনুব্রত দীর্ঘদিন ধরে লালবাতি লাগানো গাড়ি চড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
Be the first to comment