আপাতত স্থিতিশীল বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। আজ, শনিবার সকালের মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে, আজ তাঁর এন্ডোস্কোপি হতে পারে। সেই সঙ্গে একাধিক শারীরিক পরীক্ষা হওয়ার কথা তাঁর।
প্রবীণ অভিনেত্রীর চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ ঘোষ দোস্তিদারের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ জানানো হয়েছে, তাঁর অ্যানিমিয়ার আসল কারণ জানতে আজ একাধিক শারীরিক পরীক্ষা করা হবে। গতকালও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁকে কবে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।
উল্লেখ্য, অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। গতকালই আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। গত কয়েক দশক ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যাও রয়েছে। অনিয়ন্ত্রিত ডায়েবেটিসের কারণে ঝিমুনি ভাব রয়েছে প্রবীণ অভিনেত্রীর। ডায়াবেটিসের ফলে শরীর পর্যাপ্ত গ্লুকোজ পাচ্ছিল না। পাশাপাশি অতিরিক্ত প্রস্রাবের ফলে শরীরে জলের ভারসাম্য নষ্ট হচ্ছে।
চিকিৎসকদের ধারণা এই কারণেই প্রবীণ অভিনেত্রীর শরীর ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। মায়ের হাত ধরে থিয়েটারের রঙিন দুনিয়ায় পা রেখেছিলেন মাধবী মুখোপাধ্যায়। তখন অবশ্য তাঁর নাম ছিল মাধুরী। সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন প্রেমেন্দ্র মিত্রের ‘দুই বেয়াই’ ছবিতে। মাধবী ছিলেন সত্যজিতের ‘চারুলতা’। অভিনয় করেন ‘কাপুরুষ’ ছবিতেও। বাংলা চলচ্চিত্রের তিন মহীরূহ সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল – এঁদের সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তাঁর হয়েছে। ১৯৬৩ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ‘মহানগর’ ছবিতে তিনি হয়েছিলেন ‘আরতি’।
Be the first to comment