শুক্রবার বিকেলের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর দাপট দেখা গিয়েছিল। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হয়। আজ, শনিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা ছিল। এরই মধ্যে সুখবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন রাজ্যে ঝড়-বৃষ্টি বাড়বে। কোনও কোনও এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গে পূর্ব-পশ্চিম দিকের হাওয়া প্রবেশ করছে। তার ফলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার অবস্থান উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত। এর ফলে আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যে ঝড়-বৃষ্টি বাড়বে। শনিবার দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হয়েছে।
আজ, শনিবার বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুরে ঝড়-বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী কাল কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম-মঙ্গলবার কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হবে। জেলার আবহাওয়াও একই রকম থাকবে। বুধবার হাওয়ার গতি কমলেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment