দেশে আরও বাড়ল করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস

Spread the love

প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। শুক্রবারও সামান্য বাড়ল দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও মৃত্যু সংখ্যা বেড়েছে বেশ কিছুটা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। একদিন দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০১। বৃহস্পতিবার এই পরিসংখ্যান ১৭ হাজার পৌঁছয়নি।

গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩০৩ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৭৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার ১৭৬।  দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৯৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭ হাজার ৮০১।

গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,২৫,৩০,৬২২।  স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৮৮ কোটি ৬৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবারই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়তে টিকাকরণই একমাত্র পথ। ফলে আগামী দিনে টিকাকরণ এবং বুস্টার ডোজে জোর দিতে হবে। শিশুদের জন্য স্কুলে স্কুলে বিশেষ টিকাকরণ অভিযানও চালানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*