করোনা অতিমারির প্রকোপ অতিক্রম করে সোমবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসবে প্রতিবারের ন্যায় এবারও সেজে উঠেছে নন্দন চত্বর। সোমবার নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলিউডের সুপারস্টার ও সদ্য তৃণমূলের টিকিটে জিতে আসা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। আগামীকাল অর্থাৎ রবিবারই শেষ হচ্ছে এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ৪১ টি দেশের ১৬০টি ছবি। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। এবছর চলচ্চিত্র উৎসবে সেলিব্রেট করা হচ্ছে সত্যজিতের শতবর্ষ। তাঁর ছবির পোস্টার জুড়ে তৈরি করা হয়েছে সত্যজিৎ ওয়াল। ভূতের রাজা যেমন হাজির হয়েছে নন্দনে সেরকমই এই প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে অ্যাভেঞ্জার্স।
এবছরের উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিন রাত্রি’। বিকেল ৫.৩০ মিনিট থেকে নজরুল মঞ্চ এবং রবীন্দ্র সদনে একযোগে দেখা যাবে এই এই কালজয়ী ছবিটি।
এবছর কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তাই, ১০০ শতাংশ আসনেই দর্শকেরা বসার অনুমতি পেয়েছেন। উৎসব চলাকালীন দিনের-দিনই বিলি করা হয় ছবি দেখার পাস। সিনেমা জগতের তিন বিশিষ্ট ব্য়ক্তিত্ব- সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জানকসো-র র জন্মশতবর্ষ ছিল গত বছর। তাই তাঁদের তৈরি ছবি-তথ্যচিত্র দেখানো হয় এবার। প্রদর্শিত হয় তাঁদের ওপর তৈরি ছবি এবং ডকুমেন্টরি। পাশাপাশি দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ারকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে দেখানো হয় তাঁদের ছবিও।
এছাড়া ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। আর এই উপলক্ষে পীযূষ বোস পরিচালিত ‘সুভাষ চন্দ্র’ এবং শ্যাম বেনেগাল পরিচালিত ‘নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্য ফরগটেন হিরো’ দেখানো হয়। এবছর বাংলা, হিন্দি, ইংরাজি ছাড়াও ছিল রাজবংশী, কোঙ্কনী, সাঁওতালি সহ আরও একাধিক ভাষার ছবি। প্রতিবারের মতো ছিল ‘সিনে আড্ডা’। বলিউড পরিচালক সুজিত সরকার, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেন। এছাড়াও লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী ও অভিষেক চট্টোপাধ্যায়কে স্মরণ করা হয়।
Be the first to comment