রেকর্ড গড়লো পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার দিল্লিতে ডিজেলের দাম ৬১.৮৮ টাকা প্রতি লিটার। তিন বছরে সর্বোচ্চ দাম পেট্রোলেরও। এখন লিটার প্রতি পেট্রোলের দাম ৭১ টাকা ২৭ পয়সা। আজ সকাল ৬টা থেকে এই দাম কার্যকর হয়েছে দিল্লিতে। ২০১৪ সালের অগাস্টের পর আজই সর্বোচ্চ দাম পেট্রোল ও ডিজেলের। দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৯ পয়সা। ১৪ থেকে ১৬ পয়সা বেড়েছে ডিজেলের দামও। বর্তমানে কলকাতায় পেট্রলের দাম ৭৪ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৬৪.৫৪ টাকা প্রতি লিটার। আর মুম্বইয়ে পেট্রলের দাম প্রতি লিটার ৭৯.১৫ টাকা। ডিডেলের দাম ৬৫.৯০ টাকা এবং চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৭৩.৮৯ টাকা ও ডিজেলের দাম ৬৫.২৩ টাকা প্রতি লিটার।
জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। ফলে অপরিশোধিত তেলের আমদানি অনেকটাই কমে গিয়েছে। আর যার ফলেই বৃদ্ধি পেয়েছে তেলের দাম।
Be the first to comment