বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে কুয়াশায় ঢাকা পড়েছে রাজ্য। ঘন কুয়াশা ঢেকেছে উত্তরবঙ্গের সব জেলা। আর মঙ্গলবার থেকেই আবারও নিম্নমুখী হতে পারে পারদ। হাড়হিম হতে পারে রাজ্যবাসীর। আজ এমনটাই পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ঘুরে গেছে। যার ফলে রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানের সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
Be the first to comment