হজ যাত্রীদের ভর্তুকি বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার

Spread the love

হজ ‌যাত্রীদের জন্য ভর্তুকি বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। এতদিন হজ‌যাত্রীদের ভতুর্কি দিতে ‌যে টাকা খরচ হতো, এবার সেই টাকা সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়ণে খরচ করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, চলতি বছর থেকে আর হজ যাত্রার জন্য ভর্তুকি দেবেনা কেন্দ্র।

উল্লেখ্য, ২০১২ সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে নির্দেশ দেয়, হজযাত্রায় ভর্তুকি দেওয়া অসাংবিধানিক। তাই এই ভর্তুকি বন্ধ করে দেওয়া হোক। আদালতের ওই রায় উল্লেখ করে কেন্দ্র আগেভাগেই জানিয়েছিল, ধীরে ধীরে ২০২২ সালের মধ্যে হজে ভর্তুকি তুলে দেওয়া হবে। তবে হঠাৎ ২০১৮ সালেই তা কেন্দ্রের মনে পড়ে গেলে কেন তা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী মহল থেকে। এবছরই এদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের হজে যাওয়ার কথা। যার মধ্যে প্রায় ১৩০০ মহিলাও রয়েছেন। কিন্তু এই সময় কেন্দ্রের ভর্তুকি তোলার সিদ্ধান্তে হজ যাত্রীদের সংখ্যা কমেও যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার কেন্দ্রের এমন সিদ্ধান্তের পরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*