ও পি নাইয়ার
১৬ জানুয়ারি, ১৯২৬ – ২৮ জানুয়ারি, ২০০৭
লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। তিনি হিন্দি চলচ্চিত্রের একজন বিখ্যাত সংগীত পরিচালক ছিলেন এবং তিনি মিউসিক কম্পোজের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।
নাইয়ার ১৯৪২ সালে “কানিজ” সিনেমার সঙ্গীত নিয়ে তাঁর চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। এর পরে, তিনি আসমান সিনেমাতে সঙ্গীত দিয়েছেন (১৯৫২)। গুরু দত্তের আর-পার (১৯৫৪) ছিলো তাঁর প্রথম হিট ফিল্ম। এর পরে, গুরু দত্তের সাথে জুটি হয়ে মিস্টার এন্ড মিসেস ৫৫ এবং সিআইডির মতো চলচ্চিত্র নির্মাণ করেন। নাইয়ার মেরে সনম নামের একটি সিনেমার গানে সুর দিয়ে একটি নতুন উচ্চতায় নিয়ে যান সঙ্গীতকে। গীতা দত্ত, আশা ভোঁসলে এবং মহম্মদ রফি’র মতো বিখ্যাত গায়করাও তাঁর সুরে গান গেয়েছেন। যদিও লতা মঙ্গেশকরের সাথে তিনি কখনও কাজ করেন নি। কিছু বিখ্যাত সিনেমায় তিনি সঙ্গীত পরিচালক হিসাবে সুর দিয়েছেন- সেগুলো হলো আরপার, নয়াদৌড়, তুমসা নেহি দেখা, কাশ্মীর কি কলি, মেরে সনম, এক মুসাফির এক হাসিনা, হাওড়া ব্রিজ এবং আরো অনেক…
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
—————————————————————————————————————————————————————–
কবীর বেদী
জন্মঃ ১৬ জানুয়ারি ১৯৪৬
তিনি একজন চলচ্চিত্র অভিনেতা। ভারতবর্ষ ছাড়াও তিনি দেশের বিভিন্ন দেশে ভিন্ন ছবিতে অভিনয়ের জন্য বিশেষ পরিচিত।
হালচাল, সিমা, সাজা, মা বেহেন ওর বিবি, আানাড়ি, নাগিন, ডাকু, বুলেট, বুলেট পাবলিক, কুরবান, ইয়ালগার ইত্যাদি সহ অনেক ছবিতে অভিনয় করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment