সব ধরণের ফুটবলকেই বিদায় বললেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৩৭ বছর বয়সী রোনাল্ডিনহো। আন্তর্জাতিক ফুটবলকে তিনি আগেই বিদায় জানিয়েছেন। তারপর ক্লাব ফুটবলে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। তাঁর ভাই ভাই ও এজেন্ট রবার্তো তাঁর ফুটবল খেলাকে বিদায় জানানোর ব্যাপারে নিশ্চিত করে জানান, ‘সে থেমে গেছে। এখানেই শেষ। রাশিয়া বিশ্বকাপের পর হয়তো তাঁর বিদায়ী ম্যাচের আয়োজন করা হবে। আগামী আগস্টেই সেটা বড় ও সুন্দর কিছুই হবে।’
খুব কম সংখ্যক ফুটবলারই আছেন যাদের ভাগ্যে একইসাথে চ্যাম্পিয়নস লীগ, কোপা লিবারটেডোরস ও বিশ্বকাপ চ্যাম্পিয়ান ট্রফি হাতে নেবার সৌভাগ্য হয়েছে। রোনাল্ডিনহো তাদের মধ্যে অন্যতম। এ পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন তিনি। মাঝমাঠের দায়িত্ব পালনের পাশাপাশি ৩৩টি গোলও করেছেন তিনি।
বার্সেলোনার হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ। ২০০৬ সালে দলটির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। আগের বছর জিতেছিলেন ব্যালন ডি’অর। বার্সেলোনা ক্লাবটির হয়ে তিনি গোল করেছেন ৭০টি। এসি মিলানের হয়ে তিনি ৭৬টি ম্যাচ খেলে তিনি গোল করেন ২০টি।
ফাইল ছবি
Be the first to comment