নেইমারের হ্যাটট্রিক

Spread the love

ঘরের মাঠে দুর্দান্ত হ্যাটট্রিকসহ একাই চার গোল করে পিএসজিকে ৮-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় এনে দিলেন নেইমার। দিঁজোকে নিয়ে যেন ছেলেখেলা করলো পিএসজি। নেইমারের সঙ্গে আক্রমণভাগের বাকি তারকারও গোল পেয়েছে বুধবার। অ্যাঞ্জেল ডি মারিয়া দুটি, এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপে একটি করে গোল করেছেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে পিএসজি। গোল পেয়ে যায় ৪ মিনিটেই। বাঁ দিক থেকে ডি মারিয়ার বাকানো শট জালে জড়িয়ে যায়। ১৫তম মিনিটে আরও এক গোল পায় পিএসজি। নেইমারকে বল বাড়িয়ে দিয়েছিলেন কাভানি। নেইমার শটও নিয়েছিলেন, সেটি পোস্ট থেকে বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে পা ছুঁইয়ে দেন ডি মারিয়া।
এর ঠিক ছয় মিনিট পর (২১তম মিনিটে) ডি মারিয়ার ক্রস থেকে হেডে গোল করেন কাভানি। এ গোল দিয়েই জলাতান ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে গড়া সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান উরুগুয়ের এই ফরোয়ার্ড।
৪২তম মিনিটে নেইমারকে ফাউল করলে ফ্রি-কিক পায় পিএসজি। নেইমারই শট নেন। দারুণভাবে জালেও ঢুকিয়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ৫৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলকে কাজে লাগিয়ে আরও এক গোল নেইমারের। তারপর ৭৩তম মিনিটে গোল করে নেইমার করেন হ্যাটট্রিক। ৭৭তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে গোল করেন এমবাপে। ৮৩তম মিনিটে স্পট কিক থেকে আরও এক গোল করে গোল উৎসবের দিনটা নিজের করে নেন নেইমার। শেষ পর্যন্ত ৮-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি দল। এই জয়ে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে সবার উপরেই আছে পিএসজি।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*