সামনে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ময়দানে নেমে পড়তে চায় প্রদেশ কংগ্রেস। প্রসঙ্গত, এরাজ্যে যতদিন যাচ্ছে কংগ্রেসের সংগঠন তত তলানিতে যাচ্ছে। খাতা কলমে রাজ্যে বিরোধীদল কংগ্রেস থাকলেও বাস্তবে তার উল্টো। বিরোধীদলের ভূমিকা নিচ্ছে বিজেপি। সে আন্দোলনে হোক কিংবা সরকারের বিরুদ্ধে তোপ দাগা। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস নেতারা নিজেদের অস্তিত্ব টেকাতে দলীয় কর্মীদের চাঙ্গা করতে চাইছেন। তাই এখন থেকে ময়দানে নেমে বিজেপি যে সাম্প্রদায়িক দল তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাইছেন। শুধু তাই নয় বিজেপি সরকারের নোট বাতিল থেকে শুরু করে রোহিঙ্গা ইস্যু সব তুলে ধরবে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি বিজেপি যে ভাবে ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজ্য সহ গোটা দেশে গণ্ডগোলের চেষ্টা করছে তাও শোনা যাবে এবার প্রদেশ কংগ্রেস নেতাদের মুখে। এখানেই শেষ নয় দলিত ইস্যু নিয়েও বিজেপির বিরুদ্ধে ঝাঁপাবে তারা। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসেই কলকাতা সহ রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে প্রদেশ কংগেসের এই ধরনের বিভিন্ন কর্মসূচী।
Be the first to comment