২০১৭ সালে একদিনের ক্রিকেটে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে বর্ষসেরা হওয়ার পাশাপাশি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে টিমের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার আইসিসি এক ঘোষণায় এই তথ্য প্রকাশ করে।
২০১৭ সালে বিরাট কোহলি তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্মে ছিলেন। টেস্টে ৮টি সেঞ্চুরি করার সাথে ৭৭.৮০ গড়ে করেন ২,২০৩ রান, এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৭টি সেঞ্চুরিসহ ৮২.৬৩ গড়ে করেন ১,৮১৮ রান। এই অসাধারণ পারফরম্যান্সের জন্যই তিনি লাভ করেছেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। পুরস্কারের মনোনয়নের জন্য ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের শেষ ম্যাচগুলো বেছে নেয়া হয়। বর্ষসেরা খেলোয়ারের দৌড়ে কোহলি পেছনে ফেলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী, আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান ও রোহিত শর্মাকে।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। অন্যান্য পুরস্কারের মধ্যে ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালের ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুতে ২৫ রানে ৬ উইকেট আন্তর্জাতিক টি-২০তে বছরের সেরা পারফরম্যান্স বলে ঘোষণা করা হয়। এছাড়াও অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড় হিসেবে পুরস্কার পান আফগানিস্থানের রশিদ খান।
Be the first to comment