গুজরাট উপকূলের তেলের ট্যাঙ্কারে আগুন, অগ্নিদগ্ধ ২

Spread the love

অবশেষে নিভল আগুন। গুজরাট উপকূলের একটি তেলের ট্যাঙ্কারে বুধবার সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে যায়। পুরোদমে আগুন নেভানোর কাজ চলছিল। এদিকে, আটকে পড়া ২৬ জন ক্রু মেম্বারকে উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁদের মধ্যে দু’জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর।

উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যে ৬টা নাগাদ আগুন লাগে এমটি গণেশা নামে ওই ট্যাঙ্কারের ক্রু কমার্টমেন্টে। গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরের ১৫ নটিক্যাল মাইলে রয়েছে ট্যাঙ্কারটি। ১৮৩ মিটার লম্বা ট্যাঙ্কারটি বহন করছিল ৩০,০০০ টন হাইস্পিড ডিজেল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ইন্টারসেপ্টার বোট সি-৪০৩। সামুদ্রিক নিরাপত্তা সংস্থার দূষণ নিয়ন্ত্রণ টিমও আগুন নেভাতে বিশেষ ভূমিকা পালন করে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে আগুন নেভে। তবে আগুন লাগার প্রকৃত কারন এখনও জানা যায় নি। ঘটনার তদন্ত চলছে।

Virus-free. www.avast.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*