বাংলায় দৈনিক আক্রান্ত বেড়ে দেড় হাজার, ২৪ ঘণ্টায় মৃত ১

Spread the love

করোনা ভাইরাসের রক্তচক্ষু বঙ্গে। আরও বাড়ছে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ছাড়াল ১৫০০। প্রত্যেক জেলায় ছড়িয়েছে সংক্রমণ। বৃহস্পতিবারের বুলেটিনে একটি জেলাও করোনাশূন্য নেই। মহামারীতে বাংলায় একজনের মৃত্য়ু হয়েছে। তবে সংক্রমণের বাড়বাড়ন্ত চিন্তা বাড়িয়ে দিল অনেকটা। এই পরিস্থিতিতে নতুন করে কোভিড নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৫২৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় – ৬২১। এরপরই করোনা গ্রাফের তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪  পরগনা। উত্তর ২৪ পরগনায় কোভিড পজিটিভ ৪৩৫ জন, আর দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১১৫ জন। করোনা সংক্রমণ সবচেয়ে কম কালিম্পং ও আলিপুরদুয়ারে। দুই জেলায় একজন করে সংক্রমিত গত ২৪ ঘণ্টায়। বুধবার পর্যন্তও এই জেলাগুলি করোনাহীন ছিল। সংক্রমণের তুলনায় সুস্থতার হার কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১৪ জন।

পরিস্থিতি সামলাতে নতুন করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর। তাতে বলা হয়েছে নতুন করে সংক্রমণের বাড়বাড়ন্তে ফের আগের মতো সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফের মাস্ক, স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হোক। জোর দেওয়া হোক টিকাকরণে। কোভিড আক্রান্তদের হাসপাতালে ভরতির ক্ষেত্রে নিয়ম আরও কড়া হচ্ছে। চিকিৎসকদের আরও সতর্ক হতে বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে। শারীরিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে হবে। জিনোম সিকোয়েন্সিং করাতে হবে আক্রান্তদের। 

এই মুহূর্তে রাজ্যে করোনা পজিটিভিটি রেট ১২.৭৪ শতাংশ। অ্য়াকটিভ রোগীর সংখ্যা ৬৬৯১।  যা গত কয়েকদিনে হু হু করে ঊর্ধ্বমুখী। যদিও মহামারীর বিরুদ্ধে লড়তে রাজ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। জোর দেওয়া হয়েছে বুস্টার ও প্রিকশন ডোজের উপর। একদিনেই ৮৬,৫২৭ ডোজ দেওয়া হয়েছে।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*