কালনায় জগন্নাথ দেবের রথ টানতে গিয়ে বিপত্তি। পদপিষ্ট হয়ে অসুস্থ বহু। বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এলাকায়। অসুস্থদের তড়িঘড়ি ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।বর্ধমানের মহারাজার প্রতিষ্ঠিত এই রথ দেখতে এলাকায় মানুষের ঢল নেমেছে প্রতিবছরের মতোই। কিন্তু রথযাত্রা উৎসবে ভিড় হবে জেনেও এলাকায় একটিও পুলিস মোতায়েন করা কেন হল না ? এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিস জানিয়েছে, দীর্ঘ দুবছর রথযাত্রা উৎসব বন্ধ ছিল কালনায়। এবছর রথযাত্রা উৎসব হওয়াতে উৎসবের মেজাজ ছিল অনেকটাই।সকাল থেকেই এলাকায় প্রচুর মানুষের সমাগম ঘটে। কালনার জগন্নাথ তলার রথের জায়গাটি তুলনায় অনেকটাই ছোটো।
ফলে বেশি সংখ্যক ভক্ত সমাগম হওয়ায় দড়ি টানতে গিয়ে ঝামেলা শুরু হয় কে আগে দড়ি টানবে এ নিয়ে। এই বিশৃঙ্খলার মাঝেই মাটিতে পড়ে যান অনেকে। তাদের ওপর দিয়েই ছোটাছুটি শুরু করেন অনেকে। অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু মানুষ।এরপর যারা গুরুতর অসুস্থ তাদেরকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে।
Be the first to comment