ইউক্রেন সমস্যা নিয়ে এখনও আলোচনা চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে ভারত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে শুক্রবার আবার তা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত যে এ ব্যাপারে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার পক্ষপাতী, তাও মোদি বুঝিয়ে দেন পুতিনকে।
এদিন মোদির সঙ্গে পুতিনের দীর্ঘ ফোনালাপ হয়। প্রেস ইনফর্মেশন ব্যুরো প্রেস বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে। ২০২১ সালে পুতিনের ভারত সফরের সময় দ্বিপাক্ষিক আলোচনায় যে যে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল, এদিন তার পর্যালোচনা হয় দুই শীর্ষ প্রধানের মধ্যে। কৃষি পণ্য, সার, মেডিক্যাল সাজসরঞ্জাম এবং ওষুধের ব্যাপারে দ্বিপাক্ষিক বাণিজ্য কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়েও আলোচনা হয়। এছাড়া কথা হয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও।
সূত্রের খবর, দুই শীর্ষ প্রধানের মধ্যে ইউক্রেন সংকট নিয়েও কথা হয়েছে। ভারত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরু থেকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিয়ে এসেছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বেশ কয়েকবার পুতিনকে ফোন করে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি এড়ানো যায় কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী। ভারতের এই ভূমিকা আন্তর্জাতিক মহল খুব ভালোভাবে না নিলেও মোদি কিন্তু পিছিয়ে আসেননি। তিনি সরাসরি যেমন রাশিয়ার সমালোচনা করেননি, তেমনি প্রত্যক্ষভাবে ইউক্রেনের পাশেও দাঁড়াননি। সবসময়ই ভারত ভারসাম্যের নীতি নিয়ে চলেছে।
Be the first to comment