মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে প্রার্থী দিল শিবসেনা। দলীয় বিধায়ক রাজন সালভি শনিবার মনোনয়নপত্র দাখিল করেন। তিনি মহা বিকাশ আঘাড়ি জোটের প্রার্থী হিসেবে মনোময়ন দিলেন। সূত্রের খবর, এর আগে কংগ্রেস তাদের বিধায়ক সংগ্রাম থোপারের নাম চূড়ান্ত করেছিল স্পিকার পদের জন্য। কিন্তু শিবসেনা কংগ্রেসকে প্রার্থী না দিতে অনুরোধ করে। তাতে সাড়া দিয়ে কংগ্রেস আর অগ্রসর হয়নি। পরে শিবসেনা বিধায়ক রাজনই জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট, অশোক চহ্বন, এনসিপি নেতা জয়ন্ত পাতিল, ধনঞ্জয় মুন্ডে ছাড়াও শিবসেনার একাধিক নেতা।
শুক্রবারই বিজেপি বিধায়ক রাহুল নারভেকর স্পিকার পদে মনোনয়ন পেশ করেছেন। তিনি উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীসের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে উদ্ধব জমানায় স্পিকার ছিলেন কংগ্রেসের নানা পাটোলে। তিনি পদত্যাগ করে প্রদেশ কংগ্রেস সভাপতি হন। তার পর থেকে গত এক বছর ধরে মহারাষ্ট্রে স্পিকার পদটি ফাঁকাই ছিল। স্পিকারের কাজ চালাচ্ছিলেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল।
রাজ্যের সাম্প্রতিক ডামাডোলের মধ্যে ডেপুটি স্পিকার একনাথ শিণ্ডে-সহ মোট ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের সদস্যপদ খারিজের জন্য উদ্যোগী হন। তাঁদের সদস্যপদ কেন খারিজ করা হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির বিরুদ্ধে বিদ্রোহীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। শীর্ষ আদালত জানায়, ১১ জুলাইয়ের আগে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তার মধ্যেই বৃহস্পতিবার শিণ্ডে মু্খ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, উপমুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র। সু্প্রিম কোর্ট বুধবার উদ্ধবকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে বলে রায় দেওয়ার পর রাতেই ইস্তফা দেন উদ্ধব।
Be the first to comment