নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিস। নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানার তরফে সাসপেন্ডেড বিজেপি নেত্রীকে দু’বার তলব করা হয়। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি। সেই কারণেই এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস।
মে মাসে জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা৷ সেই মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই আঁচ পড়ে বাংলাতেও। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-আন্দোলন শুরু হয়।
রাজস্থান, উত্তরপ্রদেশ, হায়দরাবাদ, মহারাষ্ট্রের বিভিন্ন থানাগুলিতে নূপুরের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ৷ বাদ যায়নি বাংলাও৷ উত্তর কলকাতার আমহার্স্ট থানায় অভিযোগ দায়ের হয়। কলকাতার নারকেলডাঙা থানাতেও অভিযোগে দায়ের হয়েছিল প্রাক্তন বিজেপি নেত্রীর বিরুদ্ধে।
এদিকে ওই মন্তব্যের পর নূপুর শর্মা অভিযোগ করেন, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে৷ এর পরই বিজেপি নেত্রীর নিরাপত্তা বাড়ানো হয়৷ বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের জেরে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে নেত্রীকে।
Be the first to comment