রাহুলের ‘ছোট ছেলে’ মন্তব্য দলীয় কার্যালয় ভাঙা প্রসঙ্গে, ভুয়ো খবর না ছড়াতে বিজেপিকে বার্তা কংগ্রেসের

Spread the love

রাহুল গান্ধির এক মন্তব্য ঘিরে বিতর্ক৷ সম্প্রতি এক বেসরকারি সর্বভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানে সঞ্চালক রাহুলের বক্তব্যের ভিডিয়ো দেখান৷ সেখানে রাহুলকে বলতে শোনা যায়, হামলাকারীরা ছোট ছেলে। পাশাপাশি, অনুষ্ঠানের সঞ্চালক রাহুলের বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কংগ্রেস সাংসদ বলেছেন, উদয়পুরের খুনিরা ছোট ছেলে। সঞ্চালককে প্রশ্ন করতেও দেখা যায়, যদি দেশের এত বড় এক জন নেতা খুনের ঘটনাকে ছোটদের ঘটনা বলে উল্লেখ করেন, তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাবে?

দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। বিজেপির একাধিক নেতা টুইট করেন৷ শুরু হয় রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলা। সমালোচনা শুরু হয় কংগ্রেস সাংসদদের। রাজ্যবর্ধন সিং রাঠোর, সুব্রত পাঠক, কমলেশ সাইনির মতো একাধিক বিজেপি সাংসদ-সহ একাধিক বিধায়ক সেই ভিডিয়ো টুইট করে রাহুলের মুণ্ডুপাত শুরু করেন।

এর পরই আসরে নামে কংগ্রেস। দলের প্রবীন নেতা জয়রাম রমেশ খোলা চিঠি লেখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। রমেশ লেখেন, আপনার কর্মী-সমর্থকদের সত্যি কথাটা বলুন। রাহুল গান্ধি সেই কথাগুলো বলেছিলেন, কেরলের ওয়ানড়ের কার্যালয়ে হামলা ও ভাঙচুর প্রসঙ্গে। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যরা কার্যালয়ে হামলা করেছিল। গোটা ঘটনার তীব্র নিন্দা করে সে দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছিলেন, ওটা ছোট ছেলেদের কাজ। সেই ভিডিয়ো-ই ভাইরাল হয়ে ওঠে।

পুরো বিষয়টি উল্লেখ করে, জয়রাম রমেশ চিঠিতে দাবি করেন , ভুয়ো খবর ছড়িয়ে রাহুল গান্ধিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এটা নিন্দনীয়-ঘৃন্য কাজ। নাড্ডাকে অনুরোধ করে রমেশ এই ভুয়ো খবর ছড়ানো বন্ধ করতে অনুরোধ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*