আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেকে যে গুলিতে খুন করা হয়েছিল, সেই বুলেটটি আমেরিকার ফরেনসিক বিশেষজ্ঞদের হাতে তুলে দিল প্যালেস্তাইন কর্তৃপক্ষ। প্যালেস্তাইন চায়, আমেরিকা পরীক্ষা করে দেখুক যে, ওই গুলিটি ইজরায়েলি সেনার বন্দুক থেকেই ছোঁড়া হয়েছিল। প্রথম থেকেই প্যালেস্তাইন এই দাবি করে এসেছিল। এবার প্রমাণস্বরূপ সেটি আমেরিকার হাতে দিল তারা।
প্যালেস্তাইন জানিয়েছে, এই গুলিতে তারা কোনও বিকৃতি ঘটায়নি। কোনও পরিবর্তনও করা হয়নি বলে নিশ্চয়তা দিয়েছে। ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় গত মে মাসে গুলি করে হত্যা করা হয় শিরিনকে। আল জাজিরার এই মহিলা সাংবাদিক হত্যায় গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছিল। প্যালেস্তাইনের অ্যাটর্নি জেনারেল আক্রম আল-খাতিব সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষা হয়ে গেলেই বুলেটটি যেন তাদের ফিরিয়ে দেওয়া হয়। তারা প্রমাণ হিসেবে এটা তাদের কাছেই রাখতে চায়।
প্যালেস্তাইনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তাদের নেতারা গুলিটি আমেরিকার হাতে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। কিন্তু, কোনও মতেই ইজরায়েলের হাতে তুলে দিতে রাজি নন তাঁরা। গত ১১ মে শিরিনের গায়ে প্রেস লেখা পোশাক ছিল। মাথায় হেলমেটও ছিল। তা সত্ত্বেও ইজরায়েলের হানাদাররা তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। ওয়েস্ট ব্যাঙ্কের জেনিন শিবিরে তিনি ইজরায়েলি সেনা অভিযানের খবর সংগ্রহে গিয়েছিলেন। প্যালেস্তাইন এই ঘটনার তদন্তে নেমে জানতে পারে, তাঁর হেলমেটের ঠিক নীচে গুলি করা হয়েছিল। এমনকী সেই বুলেটটি যে ইজরায়েলি সেনার সে দাবিও করে তারা।
শুধু তারাই নয়, রাষ্ট্রপুঞ্জসহ অনেকের দাবি, গুলিটি ইজরায়েলি সেনাই করেছিল। যদিও ইজরায়েল প্রথম থেকে তা অস্বীকার করে এসেছে। গত মাসে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, নিরপেক্ষ তদন্ত ও সত্য উদ্ঘাটনে তাঁরা দরকার পড়লে সাহায্য করতে প্রস্তুত। তাই প্যালেস্তাইন তাদের দাবির সত্যতা প্রমাণ করতে বুলেটটি আমেরিকার হাতে ফরেনসিক পরীক্ষার জন্য দিল।
Be the first to comment