প্রতীক্ষার অবসান। অবশেষে সোমবার আদালতের নির্দেশে স্কুলে যোগ দিলেন ববিতা সরকার। মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে অবশেষে নিয়োগ হলেন তিনি। সকালে শিলিগুড়িতে তাঁর বাড়ি থেকে রওনা হয়ে মেখলিগঞ্জের নির্দিষ্ট সময়ে স্কুলে আসেন ববিতা।
দীর্ঘ লড়াই এর পর অবশেষে এই স্বীকৃতি পেয়ে খুশি তিনি। মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০১৮ সালে শিক্ষিকা হিসেবে নিয়োগ হন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তবে এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসতেই আদালতের নির্দেশে ওই স্কুল থেকে বরখাস্ত করা হয় অঙ্কিতাকে। সেই স্কুলেই এদিন যোগ দেন ববিতা।
এ বিষয়ে ববিতা বলেন, দীর্ঘ চার বছর লড়াইয়ের পর অবশেষে জয় পেলাম। আজকে আমি চাকরিতে যোগ দিলাম। স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেন, ববিতা সরকার হাইকোর্টের নির্দেশে আমাদের স্কুলে যোগ দিলেন। আমরা নতুন এক শিক্ষিকাকে পেয়ে খুশি।
হাইকোর্টের নির্দেশে সোমবারই ববিতাকে শিক্ষিকার নিয়োগপত্র তুলে দেয় স্কুল সার্ভিস কমিশন৷ এই চাকরির জন্য সবার প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানান ববিতা৷ এরপর নিজের আইনজীবী, আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থী এবং সর্বোপরি পরিবারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি৷ তবে অঙ্কিতাকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ববিতা৷
Be the first to comment