এ যেন ব্যুমেরাং। দলে বিদ্রোহ দানা বাঁধায় প্রথমে একনাথ শিন্ডের বিধায়কদের সাসপেন্ড-বরখাস্তের চেষ্টা চালিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবার শিন্ডে গোষ্ঠীর নয়া শিবসেনার মুখ্য সচেতক ভরত গোগাবলে বিধানসভার স্পিকারের কাছে ১৬ জন বিধায়ককে সাসপেন্ড করার আর্জি জানিয়েছেন। দলের হুইপ অমান্য করার জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। স্পিকারের অফিস এ খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে।
যদিও নতুন মুখ্য সচেতকের হুইপ দেওয়ার অধিকারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ঠাকরে গোষ্ঠী। তাদের বক্তব্য বিধানসভায় নতুন মুখ্য সচেতককে মনোনয়ন করেছেন একনাথ শিন্ডে। তিনি আচমকা ঠাকরে গোষ্ঠীর ১৬ জন বিধায়ককে কোন অধিকারে হুইপ অমান্যের জন্য কাঠগড়ায় দাঁড় করাতে পারেন কারণ, এঁরা সকলেই এখনও ঠাকরের সঙ্গেই রয়েছেন। ফলত, তাঁদের শিন্ডে গোষ্ঠীর হুইপ মানার বাধ্যবাধকতা কীসের?
বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি জে কে মাহেশ্বরীকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই আবেদনকে নতুন আর্জি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১১ জুলাই।
Be the first to comment