তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল। একাধিক তৃণমূল বিধায়কের লেটারহেডে লেখা সুপারিশপত্র আদালতে পেশ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলাটি তিনিই করেছেন। তাঁর অভিযোগ, মন্ত্রী অখিল গিরি ছাড়াও বিধায়ক অসীম মাঝি ও প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের লেখা চিঠি আদালতে জমা দেন মামলাকারী। ওইসব চিঠিতে চাকরিপ্রার্থীদের দীর্ঘ নামের তালিকা রয়েছে বলে মামলাকারীর দাবি।
মঙ্গলবার ওই মামলার দীর্ঘ শুনানি চলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে আরও মামলা চলছে। যে মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্যদ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলারও শুনানি চলে এদিন।
Be the first to comment