মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুক, নিরাপত্তার গাফিলতিতে বদল ১৮ রক্ষী

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগন্তুক প্রবেশ নিয়ে কড়া ব্যবস্থা নিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ১৮ জন নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হল । নতুন নিরাপত্তা রক্ষীরা আজই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছেন। শুধু কালীঘাট নয়, নিরাপত্তা বাড়ানো হয়েছে নবান্নে ১৩ এবং ১৪ তলায় প্রবেশের ব্যাপারেও। এই দুই তলায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে।

মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে রাতের অন্ধকারে আগন্তুকের প্রবেশের পরই কড়াকড়ি শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে। কালীঘাটের বাসভবনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার  বিষয়ে উদ্যোগী হয় লালবাজার। নিরাপত্তা নিয়ে বৈঠক হয় নবান্নে। তারপরই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঠিক কেমন হচ্ছে নিরাপত্তা বেষ্টনি? লালবাজার সূত্রে খবর, কীভাবে ঢুকল যুবক? কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। এছাড়া টহলদারি ভ্যানের সংখ্যা বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে।

নিরাপত্তার ‘বজ্র আঁটুনি’ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুকের ঢুকে পড়া নিয়ে রাজ্য তোলপাড়। মুখ্যমন্ত্রীর জ়েড প্লাস নিরাপত্তাকে কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়ে শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে ঢুকে পড়া ওই আগন্তুককে গ্রেফতার করেছে পুলিশ। নাম হাফিজুল মোল্লা (৩১)। পুলিশের দাবি, প্রায় এক ফুট লম্বা লোহার রড জামার ভিতরে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স হলের পিছনে ডান দিকে সাত ঘণ্টা চুপচাপ বসেছিলেন উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার নারায়ণপুর গ্রামের হাফিজুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*