উদয়পুর থেকে জম্মু। সাম্প্রতিক খুন-হিংসার ঘটনায় জঙ্গি কার্যকলাপে বিজেপির যোগ রয়েছে। এই দুই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে তাঁদের প্রশ্ন, বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যে কেন্দ্রীয় সরকার এখনও চুপ কেন, যার জন্য একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে তাঁকে এখনও কেন গ্রেফতার করা হল না ? এই সব কিছুর বিচারের দাবিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী শশী পাঁজা ও কুণাল ঘোষ।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার তুস্কান গ্রাম থেকে গ্রেফতার হয় দুই লস্কর-ই-তইবার জঙ্গি। ধৃতদের নাম ফয়জল আহমেদ ধর এবং তালিব হুসেন। তৃণমূলের দাবি, এই কুখ্যাত লস্কর জঙ্গি তালিব হুসেন বিজেপির সঙ্গে যুক্ত। এক সময়ে তালিব হুসেন বিজেপির আইটি সেলের প্রধান হিসেবে কাজ করতেন বলে দাবি করেন কুণাল।
তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন | Press Conference at Trinamool Bhavanতৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন | Press Conference at Trinamool Bhavan
Posted by All India Trinamool Congress on Tuesday, July 5, 2022
অন্যদিকে, উদয়পুরের হত্যাকাণ্ডে যে মূল অভিযুক্তের নাম উঠে এসেছে রিয়াজ আটারি, তাঁর সঙ্গেও পুদস্তুর যোগাযোগ পাওয়া যাচ্ছে বিজেপির। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই অভিযুক্তের ছবিও ফাঁস করেছে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, নূপুর শর্মার মতো বিজেপি নেতৃত্বদের দিয়ে ভারতীয় জনতা পার্টি খুন করাচ্ছে, হিংসে ছড়াচ্ছে। অথচ সবটা যখন সামনে এসেছে তখন বিজেপির কোনও ভূমিকা নেই। এত কিছুর পরেও নূপুর শর্মাকে বাড়তি নিরাপত্তা দিয়েছে বিজেপি।তাঁকে গ্রেফতার করা হচ্ছে না। এর তদন্ত হওয়া দরকার। তৃণমূল কংগ্রেস এর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে।
Be the first to comment