শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুক ঢুকে পড়ার ঘটনায় সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করল রাজ্য সরকার। সিটে মোট ৮ জন সদস্য রয়েছেন। জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলিধর শর্মার নেতৃত্বাধীন সিটে ডিসি ডিডি (স্পেশাল), ডিসি এসটিএফ ছাড়াও গোয়েন্দা বিভাগ ও এসটিএফ-র আধিকারিকেরা রয়েছেন।
শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েছিল এক সন্দেহভাজন ব্যক্তি। সূত্রের খবর, বাড়ির পাঁচিল টপকে অন্দরে ঢুকে পড়ে সে। ঘটনার পরই কলকাতার পুলিস কমিশনার-সহ উচ্চপদস্থ কর্তারা পৌঁছন মুখ্যমন্ত্রীর বাড়িতে। খতিয়ে দেখেন ঘটনাস্থল। পুলিস কুকুর দিয়ে তদন্ত করা হয়। ঘটনাস্থলে নিয়ে আসা হয় বম্ব স্কোয়াড। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সোমবার তাকে আদালতে তোলা হলে ৭ দিনের পুলিস হেফাজত দেয় বিচারক।
এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিডি সিকিউরিটির কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সোমবার মুখ্যসচিব স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি সিকিউরিটির সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্রের খবর।
সেই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নেও নিরাপত্তা ঢেলে সাজানো হবে। অফিস এবং কালীঘাটের বাড়িতে মোবাইল নিয়ে ঢোকার ব্যাপারেও নতুন নিয়ম জারি হচ্ছে। নবান্নের নিরাপত্তা ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ১৩ এবং ১৪ তলায় যে সাধারণ পুলিস কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁদের মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।
সোমবারের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত
• কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে টালি নালার দিকে অ্যালুমিনিয়ামের গার্ড ওয়াল তৈরি করা হবে। যার উচ্চতা হবে ১৩ থেকে ১৪ ফুট।
• বাড়ির দুপাশে ও টালি নালার উল্টোদিকে মোট ৩টি ওয়াচ টাওয়ার বসানো হবে।
• মুখ্যমন্ত্রীর বাড়ির দুই দিকের প্রবেশদ্বারে বাঙ্কার তৈরি করা হবে। এছাড়া টালি নালার দিকেও একটি বাঙ্কার করা হবে।
• মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ২০ জন করা হল।
• এছাড়াও মোট তিনটি শিফটে ১০ জন করে সাদা পোশাকের নিরাপত্তারক্ষী থাকবেন।
• কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চারিদিকে প্রায় ২০০ মিটার জায়গা সিসিটিভির আওতায় আনা হচ্ছে।
Be the first to comment