আরও দামি হল রান্নার গ্যাস ৷ গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারপিছু দাম বাড়ল ৫০ টাকা ৷ বুধবার থেকেই এই দাম কার্যকরী হয়েছে ৷ এক ধাক্কায় এতটা মূল্যবৃদ্ধির ফলে আবারও মাথায় চিন্তার হাত পড়ল মধ্যবিত্তের। বুধবার রান্নার গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির কথা ঘোষণা করে অয়েল মার্কেটিং কোম্পানিস ৷ মূল্যবৃদ্ধির ফলে মেট্রো শহরগুলিতে কোথায় কত দাম হল তা দেখে নেব একনজরে,
শহর | নয়া দাম/সিলিন্ডার |
কলকাতা | ₹১,০৭৯ |
দিল্লি | ₹১০৫৩ |
মুম্বই | ₹১,০৫২.৫০ |
চেন্নাই | ₹১০৬৮.৫০ |
গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগে কলকাতায় ছিল ১০২৯ টাকা, দিল্লিতে ছিল ১০০৩ টাকা, মুম্বইতে ছিল ১০০২.৫০ টাকা এবং চেন্নাইতে ছিল ১,০৫৮.৫০ টাকা ৷
এর পাশাপাশি গৃহস্থের ৫কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও বাড়িয়েছে ওএমসি ৷ সেই সিলিন্ডারপিছু দাম বেড়েছে ১৮ টাকা ৷ তবে দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের ৷ সিলিন্ডারপিছু ৮.৫০ টাকা কমানো হয়েছে ৷
এর আগে ১৯ মে গৃহস্থের রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু বেড়েছিল ৩ টাকা এবং তার আগে ৭ মে সিলিন্ডারপিছু ৫০ টাকা বাড়ানো হয়েছিল অর্থাৎ গত দু মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু ১০৩ টাকা বাড়ল ৷
গত ২ মাসে তিনবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটে লিখেছেন, অমৃতকালে জেগে উঠলাম। এলপিজি সিলিন্ডারপিছু দাম ৫০ টাকা করে বাড়ল- ২ মাসে এই নিয়ে তৃতীয়বার ৷
Be the first to comment