বিধানসভায় শ্যামাপ্রসাদ-স্মরণে অনুপস্থিত বিজেপি, শুভেন্দুদের কটাক্ষ বিমানের

Spread the love

বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল ৷ শ্রদ্ধা জানাতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন বিধানসভায় ৷ কিন্তু অনুপস্থিত ছিল প্রধান বিরোধী দল বিজেপি ৷ এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক৷ তাঁর মতে, বিরোধীদের উপস্থিত থাকা উচিত ছিল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিজেপি বরাবর তাদের রাজনৈতিক গুরুর জায়গা দিয়েছে ৷ তাঁর তৈরি জনসঙ্ঘ থেকেই বিজেপির পথ চলা শুরু ৷ সেই কারণে প্রতি বছর ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিন বিশেষভাবে পালন করে গেরুয়া শিবির ৷ এই বছর যেমন শ্যামাপ্রসাদ যাত্রার আয়োজন করেছে তারা ৷

অথচ বিধানসভায় শ্রদ্ধা জানানোর সময় শুভেন্দু অধিকারীরা অনুপস্থিত ছিলেন ৷ এই নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ যা নিয়ে পরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যথাযোগ্য মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন বিধানসভায় পালন করছি এবং করে থাকি।

এর পর তাঁর সংযোজন, বিরোধী দলের পক্ষ থেকে কেন কেউ বিধানসভায় এলেন না, বলতে পারব না। বিমানের মতে, তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ওদের উপস্থিত থাকা উচিত ছিল। বিধানসভার মূল অনুষ্ঠানে না থাকলেও বিরোধী দলের ঘরে শ্যামাপ্রসাদ-স্মরণ করা হয়েছে বিজেপির তরফে ৷ এমনই খবর মিলেছে ৷

এই নিয়ে অধ্যক্ষের বক্তব্য়, আমি শুনেছি বিরোধী দলের ঘরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করেছেন। এটা উচিত হয়নি ৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘরের ভিতরে আবদ্ধ রাখা। ওঁরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রাজনৈতিক গুরু হিসেবে মানেন না। অথচ তাঁরা এলেন না। প্রত্যাশা করেছিলাম তারা বিধানসভায় আজ আসবেন। বিধানসভা কারও একার নয়৷ সমস্ত রাজনৈতিক দলের।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি বিধানসভা শ্যামপ্রসাদ-স্মরণ বয়কট করল বিজেপি ৷ এই নিয়ে অধ্যক্ষ বলেন, এটা বয়কট কি না বলতে পারব না। হয়তো ওঁদের হয়তো অন্য কর্মসূচি আছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিধানসভার অনুষ্ঠানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বিধানসভায় সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ বাংলা ভাগের সময়, নেহরু-লিয়াকত চুক্তির সময় শ্যামাপ্রসাদের ভূমিকার কথা সকলেই জানেন ৷

যদিও বিধানসভার অনুষ্ঠানে কেন বিরোধী দল বিজেপি উপস্থিত থাকল না, সেই প্রশ্নের উত্তর অবশ্য গেরুয়া শিবিরের কাছ থেকে পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*