মহুয়ার বিরুদ্ধে ৫৬ অভিযোগ, কলকাতা-সহ বিভিন্ন থানার দ্বারস্থ বিজেপি

Spread the love

দেবী কালীকে নিয়ে মন্তব্যের জন্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবীন্দ্র সরোবর থানা থেকে শুরু করে বউবাজার থানা প্রতিটি জায়গাতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি ।

দেবী কালী নিয়ে মন্তব্যের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন, এই অভিযোগে অবিলম্বে তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি ৷ এই নিয়ে বউবাজার থানায় ডেপুটেশন দিয়েছে বিজেপির মহিলা মোর্চা ৷

সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আজ বিজেপির তরফে বউবাজার থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। পাশাপাশি সেখানে মোট ৫৬টি অভিযোগ করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, সেই সময় সংশ্লিষ্ট থানার ওসি না থাকায়, আজ বিকেলে বিজেপির তরফে জানানো অভিযোগগুলির নম্বর তাদের দেওয়া হবে। এ দিন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। কালী নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়া মৈত্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন বিজেপির মহিলা কর্মীরা ৷ এ দিন বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট তনুজা চক্রবর্তী জানান, আমরা গোটা রাজ্যজুড়েই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।

তিনি জানান, যখন ডেপুটেশন দিতে যাই, সেই সময় বউবাজার থানার অফিসার ইনচার্জ থানায় ছিলেন না। থানার তরফ থেকে আমাদের বলা হয়েছে বিকেলের মধ্যে আমাদের করা মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৫৬ টি অভিযোগের কমপ্লেন নম্বর আমাদের হাতে তুলে দেবে। এ বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

পাশাপাশি বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী ইতিমধ্যেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে কলকাতার রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই সব অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে রাজ্য পুলিশ সূত্রের খবর, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত জেলা স্তরে কতগুলি থানায় কী কী অভিযোগ দায়ের হয়েছে, তা স্পষ্টভাবে রিপোর্ট আকারে তাদের কাছে আসেনি। যদিও বিজেপির তরফ থেকে এ দিন দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় এবং জেলা স্থানীয় থানায় তারা মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*