ভয় পাচ্ছি না, জয় মা কালী; বিজেপিকে পাল্টা মহুয়ার

Spread the love

তাঁর বক্তব্যের পর থেকেই বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে। দেবী কালীকে নিয়ে তাঁর মন্তব্যের পর দলও তাঁর পাশে দাঁড়ায়নি। বিভিন্ন প্রান্তে বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে। একাধিক জায়গায় এফআইআর করছেন বিজেপির নেতাকর্মীরা। আর এ সবের মধ্যেই তৃণমূল সংসদ জানিয়ে দিলেন, তাঁর বক্তব্য থেকে সরছেন না তিনি। এদিন এক টুইট বার্তায় মহুয়া জানিয়েছেন, তিনি কালী ভক্ত। আমি কোনও কিছুতেই ভয় পাই না।

‘কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে মহুয়া মৈত্রের বক্তব্য সমর্থন করেনি তাঁর দলই। মঙ্গলবার তাঁর বক্তব্যের পর থেকেই বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে। একাধিক জায়গায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করছেন বিজেপির নেতাকর্মীরা। আর এ সবের মধ্যেই তৃণমূল সংসদ জানিয়ে দিলেন, তাঁর বক্তব্য থেকে সরছেন না তিনি। এ দিন এক টুইট বার্তায় মহুয়া জানিয়েছেন, তিনি কালী ভক্ত। তিনি কোনও কিছুতেই ভয় পান না।

এ দিন পর পর দুটি টুইট করেছেন মহুয়া। সেখানে তিনি লিখেছেন, বিজেপি আপনারা (প্রতিবাদ) চালিয়ে যান। আমি একজন কালী উপাসক। আমি কোনও কিছুতেই ভয় পাই না। আপনাদের অজ্ঞানতা, গুন্ডামি, পুলিশ অথবা ট্রোল কোনও কিছুতেই ভয় পাই না। সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই।

এরপর অপর ট্যুইটে তিনি লেখেন, “জয় মা কালী, বাঙালির পূজিত এই দেবী নির্ভীক এবং অশান্ত ।”

প্রসঙ্গত এ দিন মহুয়ার টুইটে দলের প্রতিও ক্ষোভ ধরা পড়েছে। যেহেতু দল তাঁর মন্তব্যের পর পাশে দাঁড়ায়নি, আর সে কারণেই এ দিন দলকে খোঁচা দিয়ে তিনি বলেন, সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই। যদিও এই নিয়ে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*